পালকিছড়া চা বাগানে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সু-রক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়া চা বাগানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ চা শ্রমিক পরিবারের ২৬৫ জন শিশুদের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সু-রক্ষার উপকরণ বিতরণ করা হয়। বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আয়োজনে এসব বিতরণ করা হয়।
বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আহ্বায়ক রেভারেন্ট জন ব্রাইট গাজীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য গনেশ লাল গোয়ালা, ইউপি সদস্য সুকরা ভল, অগ্নেষ গমেজ, প্রভোধ রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি শিশুকে ১৪ কেজি করে চাল, দেড় কেজি মুসুর ডাল, আধা লিটার তৈল, ৪ কেজি আলু, ১টি লাইফবয় সাবান, ১টি হুইল সাবান, ৮টি মাস্ক ও ১টি ব্যাগ প্রদান করা হয়।