রাজনগরে আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২০, ১:৪৯ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
“আশ্রয়ণের অধিকার – শেখ হাসিনার উপহার” শ্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে রাজনগর উপজেলার আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় “ক” শ্রেণীর গৃহহীন পরিবারকে (যাদের জমিও নাই, ঘরও নাই) পুনর্বাসনের লক্ষ্যে ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ১২টি ঘর নির্মাণের উদ্বোধন করা হয়।
রাজনগর সদর ইউনিয়নের রাজনগর-বালাগঞ্জ সড়কের পাশের কমলারানীর দিঘীর পশ্চিম পাড়ে সরকারি খাস জমিতে এ ঘরগুলোর নির্মাণ কাজের সূচনা করা হয়েছে।
এসময় রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উমর ফারুক, ইউপি সদস্য ছাতিম আহমদ শাকিল প্রমুখ।
দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘর নির্মাণের ব্যয় হবে ১ লক্ষ ৭১ হাজার টাকা।