শ্রীমঙ্গলে করোনা ভাইরাস মোকাবিলায় ‘নো মাস্ক, ‘নো সার্ভিস’ ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২০, ৪:৫৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে করোনা ভাইরাস’র সেকেন্ড ওয়েভ মোকাবিলায় ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে এ ক্যাম্পেইনের প্রথম দিন এ উপজেলার মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে শহরের স্টেশন সড়কে বিভিন্ন মার্কেট ও দোকানে ‘নো মাক্স নো সার্ভিস’ স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। একই সাথে হ্যান্ড মাইক দিয়ে বলে দেয়া হচ্ছে, ব্যসায়ীরা যেন মাস্ক পরে না আসা ক্রেতাদের নিকট কোন প্রকার পণ্য বিক্রি না করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সিলেটের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।