রাজনগরে বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আব্বাস আলী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০২০, ৫:১৪ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগর উপজেলা বিএনপির পদত্যাগী নেতাকর্মীদে;র নিয়ে জেলা সভাপতির বাসভবনে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলীকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ও টেংরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে শরিয়ত খানকে। এদিকে ৩২ জন নেতাকর্মীর পদত্যাগের পর আরো ১৫ জন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা পদত্যাগ করেছেন বলে সূত্র জানিয়েছে।
বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পদত্যাগী নেতাদের আবারো দলে ফেরার সুযোগ রয়েছে তবে সৈয়দ ইকরাম হোসেনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এছাড়াও কয়েকদিনের মধ্যে উপজেলা বিএনপির কাউন্সিল করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি সাবেক এমপি এম. নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, জেলা বিএনপি সহসভাপতি জামী আহমদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, জেলা বিএনপি ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। রাজনগর উপজেলা বিএনপির মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জিতু মিয়া, সিনিয়র সহ-সভাপতি, আব্বাস আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীসহ উপজেলা ৮ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতারা।
এ ব্যপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, যারা স্বেচ্চায় পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আমাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। রাজনগর ইউপি শাখা নতুন করে গঠন করা হবে।