স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ৪:৩১ অপরাহ্ণ
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মনু থিয়েটার মৌলভীবাজার ও জেলা নাট্য পরিষদ (জেনাপ) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক নির্মাতা কয়ছর আহমদকে আহবায়ক এবং আবৃতিকার সৈয়দ মনসুর আহমদ সুমেল, টাউন থিয়েটার মৌলভীবাজারের আহবায়ক মোসাদ্দেক আহমদ পাপ্পু ও সংগঠক মাধুরী মজুমদারকে যুগ্ম আহবায়ক করে গত ২৫ অক্টোবর সংগঠনের সভাপতি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক আনজাম মাসুদ ২৯ সদস্যবিশিষ্ট স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার কমিটি অনুমোদন করেন।
কমিটির অপর সদস্যরা হলেন, সুদীপ দাশ, দীপক বসাক, চম্পক ভট্টাচার্য, সিকদার গোলাম কবির বাবু, শাহিনুর আহমদ উজ্জল, মো. জসীম উদ্দীন, শাওন আহমদ, আজিজুর রহমান শিপলু, দেবাশীষ দাশ গুপ্ত, ইরফান হোসেন রাজন, সৈয়দ সামায়ুন কবির, দীপংকর রায় দ্বীপ, অনিক ভট্টাচার্য, মৃনাল কান্তি দেব, তানিম আহমদ, রাহাত আহমদ, মাহবুবুর রহমান শাওন, জুবেদ আহমদ, নিজাম উদ্দীন চৌধুরী, নুরুজ্জামান খান বাক্কু, মাহমুদ আল হাসান, দেবদুলাল চক্রবর্তী, আজিজ বাবুল, শেখ বোরহান আহমদ ও আমিরুল ইসলাম জাকির।
অনুমোদনকৃত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়।
-বিজ্ঞপ্তি