মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ৪:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ৩১ অক্টোবর শনিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে পুলিশ সুপার ফারুক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান।
অনুষ্ঠানে এ বছরের সেরা কমিউনিটি পুলিশিং সদস্য শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় ও সেরা কমিউনিটি পুলিশ অফিসার শ্রীমঙ্গল থানার এসআই আলমগীর মিয়াকে পুরস্কৃত করা হয়। পরে মৌলভীবাজার মডেল থানাকে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যান প্রদান করা হয়।