ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পণ্য বর্জনের আহবান ।। মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ মিছিল ও পথসভা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২০, ৮:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের পণ্য বর্জনের আহবান জানিয়ে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তালামীযে ইসলামিয়া।
আজ ২৮ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের টাউন দেওয়ানি মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌমোহনী পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলে তালামীযে ইসলামিয়া, আনজুমানে আল ইসলাহর নেতৃবৃন্দসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখার সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে ও শামসুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, জেলা তালামীযের আহবায়ক এম এ জলিল।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলিম, জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইসহাক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, তালামীযের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়াালিউর রহমান সানি, সহ প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা তালামীযের সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।