মৌলভীবাজারে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২০, ৮:২৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আজিজুর রহমান, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর জীবন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সহজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।