কুলাউড়ার রবিরবাজারে সড়ক প্রশস্তকরণ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২০, ৭:১৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়া উপজেলার রবিরবাজারে নিরাপদ সড়ক চাই এই দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে স্থানীয় জনগণ। কুলাউড়া রবিরবাজারের ভিতরের সড়ক প্রশস্ত না করে সড়ক বিভাগের উন্নয়ন কাজ করা ও সড়ক দুর্ঘটনায় কিশোর তানভীর নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।
২৪ অক্টোবর শনিবার রাতে পৃথিমপাশা যুব সমাজের উদ্যোগে কুলাউড়া উপজেলার রবিরবাজারে নিরাপদ সড়কের দাবিতে ও রবিরবাজারের ভিতরের সড়ক প্রশস্ত না করায় সৃষ্ট হওয়া যানযট ও পথচারী চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ ও এলাকাবাসী। পরে তারা পথসভা করে।
স্থানীয়দের দাবি কুলাউড়া-রবিরবাজার সড়কে চলমান উন্নয়ন কাজে পাকা সড়ক ১৮ ফুট এবং সড়কের বেড ২৫ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও সরু পথ রেখেই কাজ করছে কর্তৃপক্ষ। যার ফলে রবিরবাজারে প্রতিমুহুর্তে যানযট লেগে থাকে। সড়কের বেড ২৫ ফুট না করায় পথচারী চলাচলের কোন ব্যবস্থা নেই এ বাজারে। গত ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবসে সড়কে প্রাণ দিতে হয়েছে তানভীর হোসেন কাওসার (১৩) নামে এক কিশোরকে।
হাসান আল মাহমুদ রাজুর সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন আলী তাকি খান, আব্দুল গফফার কায়সুল, আব্দুল মুনিম মান্না, তোহিন চৌধুরী, ছাত্রনেতা আব্দুল আহাদ, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সায়মন জুবায়ের চৌধুরী, রবিরবাজার নামাবাজারের সভাপতি মিজানুর রহমান মনু, ইমাদ আহমদ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন এলাকার যুব সমাজ ও রবিরবাজারের ব্যবসায়ীবৃন্দ।
রবিরবাজারের ব্যবসায়ী এম এ রহমান মুমিত বলেন রবিরবাজারে যানবাহনের তুলনায় সড়ক অত্যন্ত ছোট হওয়ায় প্রতিনিয়ত যানযট লেগে থাকে। যার ফলে এখানে ছোট-খাটো দুর্ঘটনা নিত্যদিন ঘটে। সড়ক প্রশস্ত না করলে এ সমস্যা দীর্ঘস্থায়ী হবে।
যুব সমাজের প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু বলেন সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চতকরণ ও যানযট নিরসনে যত্রতত্র গাড়ী পার্কি না করা এবং সড়ক প্রশস্তকরণ কাজের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে মাঠে থাকবো।
এদিকে সড়ক প্রশস্তকরণ উন্নয়ন কাজ সম্পর্কে সড়ক উপ-বিভাগ কুলাউড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার জানান, সড়ক প্রশস্ত করতে বাধা সৃষ্টি করছেন সড়কের পাশের দোকান মালিকেরা। যার ফলে সড়ক প্রশস্ত না করেই উন্নয়ন কাজ করা হচ্ছে। সড়ক প্রশস্ত করতে এলাকাবাসীর দাবির সাথে সড়ক বিভাগও একমত। এলাকাবাসীর সহযোগীতা পেলে সড়ক প্রশস্ত করেই উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।