মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী সনাতন ধর্মাবলম্বী ব্যাক্তিবর্গের পরিবারকে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে করোনায় মৃত্যুবরণ করা ছয়টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মামুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক আকমল হোসেন নিপু এবং করোনায় মৃত্যুবরনকারী অমূল্য চন্দ্র দাসের স্ত্রী জবা রানী দাশ।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শুভেচ্ছা উপহার হিসেবে মৃত্যুবরণ করা প্রত্যেক পরিবারের প্রতিনিধির হাতে নগদ টাকা তুলে দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের চোখের জল মুছতে প্রধানমন্ত্রী সব সময় দেশের সাধারণ মানুষের পাশে আছেন। যে কোন সহযোগিতায় স্থানীয় প্রশাসন করোনায় নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।