মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের ন্যায়পাল গঠনের করার দাবি
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২০, ৯:০৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
কাশিমপুর পাম্প হাউজে ৪১ কোটি টাকার মেশিন কেনায় দুর্নীতি, ফৌজদারী অপরাধ মামলার তদন্তভার ও বিচারকার্য পরিচালনার দায়িত্ব সুপ্রিম কোর্টকে প্রদান এবং দ্রুত ন্যায়পাল গঠনসহ চলমান প্রেক্ষাপট নিয়ে মৌলভীবাজারে পথসভা করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম।
আজ ১৮ অক্টোবর রোববার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে পথসভায় সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির র সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম।
ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদেরর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ফোরামের সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী, মো. মাহমুদুর রহমান (১), জব্বার তালুকদার, সৈয়দ ফয়েজ আলী, বারিছ মিয়া, মির্জা মো. জামান, সহ-সাধারণ সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল বাছিত খান, সিনিয়র সদস্য মবশ্বির আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. জাফর ইকবাল, সহ-সভাপতি সাংবাদিক স্বপন দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম জেলা কমিঠির সভাপতি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সহ-সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক এমএ সামাদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম জেলা কমিঠির সাধারণ সম্পাদক সিরাজুল হাসান।