দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশন চালুর দাবিতে রিকশা শ্রমিক ইউনিয়নের সভা
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মধ্যে রেশন চালুর দাবি জানিয়ে মৌলভীবাজারে সভা করেছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
গতকাল ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ (মনুসেতু সংলগ্ন) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রিকশা-ঠেলা-ভ্যান শ্রমিকদের জন্য রেশন চালু করার দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে রিকশা-ঠেলা-ভ্যান শ্রমিকদের রোজি-রোজগার এমনিতেই কমে গেছে। তার উপর মোটা চালের কেজি ৪০/৪৫ টাকা, আলু ৫০/৫৫ টাকা, পিয়াজ ১০০ টাকা, ডাল ১০০/১১০ টাকা, বাজারে ৬০/৭০ টাকার নিচে কোন সবজি মিলছে না। এতে রিকশা শ্রমিকসহ নি¤œআয়ের জনগণকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, রিকশা শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খোকন, কোদালীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মো. জসিমউদ্দিন, সহ-সভাপতি মো. জিতু মিয়া, রিকশা শ্রমিকনেতা মো. মোস্তফা মিয়া, মিজান মিয়া প্রমুখ।
সভায় নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সকল নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।