মৌলভীবাজারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশ-জনতা সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ৩:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর শনিবার সকালে মৌলভীবাজার সদর মডেল থানার উদ্যোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এলাভিত্তিক বিট এলাকা ভিত্তিক কর্মসূচির অংশ হিসাবে একাটুনা ইউপির হলরুমে পুলিশ-জনতা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক এর সভাপতিত্বে এবং সদর মডেল থানার (ওসি তদন্ত) পরিমল দেব এর পরিচালনায় পুলিশ-জনতা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, একাটুনা ইউপির য়োরম্যান আলহাজ আবু ছুফিয়ান।
সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইউপি সদস্য সালমা আক্তার, ইউপি সদস্য ইমন তরফদার, সমাজসেবক মো. সিরাজুল ইসলাম, হাফিজ মাওলানা মইনুল হক চৌধুরী, উত্তরমুলাইম মাদরাসার সুপার মাওলানা শামছুল ইসলাম, সমাজসেবক আব্দুল হালিম, কলেজ ছাত্রী মারিয়া আক্তার পপি, স্কুল ছাত্রী আয়শা জান্নাত।