রাজনগরে মিছবাহুর রহমানের সমর্থনে ছাত্রলীগের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ২:১৫ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনেআওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমানের চশমা মার্কার সমর্থনে রাজনগরে ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ছাত্রলীগ রাজনগর উপজেলা ও রাজনগর সরকারি কলেজ শাখার যৌথ আয়োজনে রাজনগর সরকারি কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাম্মু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, মিজানুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হক রবিন, এহসানুর রহমান জুয়েল ও তুলিপ খাঁন, রাজনগর সরকারি কলেজ সভাপতি রাহি খাঁন, সহ সভাপতি রিপন দেব, সাধারণ সম্পাদক রিয়াজ খাঁন।
এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা জন রহমান খাঁন, রাজু রহমান, হামিদ পারভেছ, ফজলুল করিম তাজিম, নিজু খান, অনুপম দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতাকর্মীরা চশমা মার্কার জয় নিশ্চিত করার জন্য উপজেলার সকল নেতাকর্মীকে মাঠে বেশি বেশি কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।