কমলগঞ্জে প্রবাসীসহ পাঁচ পরিবারে দুধর্ষ চুরি
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২০, ৬:০০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য, পেকুপাড়া ও কবিরাজি গ্রামের প্রবাসী পরিবারসহ এক রাতে পাঁচ ঘরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মোবাইল ফোন, মালামাল ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব পরিবার। গতকাল (১১ অক্টোবর) সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদেল চোর চক্র পশ্চিম শ্রীসূর্য্য গ্রামের প্রবাসী সোনা মিয়ার ঘর, দৃষ্টি প্রতিবন্ধী জলিল মিয়া, শ্রীসূর্য্য গ্রামের কৃষক শুকর মিয়া, পেকুপাড়া গ্রামের মনাফ খান, কবিরাজি গ্রামের ফজল খাঁ এর ঘরের বেড়া কেটে ও দরজা ভেঙে ৬টি মোবাইল ফোন, নগদ ৩৩ হাজার টাকা, কাপড় চোপড়, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। এতে পরিবার সদস্যরা প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হন।
পতনঊষার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাজিদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচটি ঘর চুরি হওয়ায় সব মিলিয়ে প্রায় সোয়া লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।