মৌলভীবাজারে ধর্ষকদের বিচারের দাবিতে কালো পতাকা মিছিল
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২০, ৩:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
সাম্প্রতিক সারাদেশে চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার নিন্দা ও সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালো পতাকা মিছিল করেছে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীরা।
আজ ১১ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। জেলার সামাজিক অঙ্গনে বিভিন্নভাবে ভুমিকা পালনকারী সংগঠনের নেতৃবৃন্দ এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ জানান। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ সাইফুর রহমান, এ কে এম আকলু, আব্দুস সামাদ খান, সৈয়দ সাহেদ আলী, শেখ কামরুল হাসান, শাহ রাজুল আলী, ইহাম মুজাহিদ, আব্বাছ উদ্দিন, রোকন আহমেদ, বোরহান উদ্দিন রুপক, আব্দুল মুত্তাকিন শিপলু, দুলাল হোসেন জুমান, সিরাজুল হাসান, সাইফুল সরকার জুনেদ, শেখ সোহান হোসাইন হেলাল, আব্দুল হাকিম, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম মান্না, হোসাইন আহমেদ ইমরান, সাব্বির আহমদ, অলি আহমদ, তোফাজ্জল হোসাইন, হাবীব মিয়া, আবদাল হোসাইন, আশরাফ চৌধুরী সাব্বির, রনি আহমদ, আয়ানুল ইসলাম, মুজাফফর ইমাদ, নাইম আহমদ তালুকদার, জহুরা নেওয়াজ আন্নি, উম্মে লাবীবা ইনা, আদনান ইমন, সাকিব চৌধুরী, রাহাত আহমেদ, শেখ মারুফ সহ প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং সেই সাথে পৃথক ট্রাইব্রুনাল গঠন করে ধর্ষণের বিচার ও ধর্ষকের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোড় দাবি জানানো হয়।