মৌলভীবাজারে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২০, ৭:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন ছাত্র সমাজ।
আজ ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় শহরের প্রেসক্লাব থেকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আশরাফ মাহমুদ শাকিল, মো. জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রাব্বি, আব্দুল ওয়াহাব, এদ্রেজা আহমেদ রুবেল, মাসুম আহমদ, তাজুল ইসলাম সাব্বির, সৈয়দ আশিক আলী, মুজাহিদ আহমদ, হুমায়ুন খান, মুহিবুর রহমান মুকুল, জাকির আহমদ, লিজা আক্তার, পপি বেগম, ফাহিমা তাহমিনা। এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পরে প্রধানমন্ত্রীর ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের নির্দেশকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে মিষ্টি বিতরণ করা হয়।