মৌলভীবাজারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাম ছাত্রজোটের বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৮ অক্টোবর ২০২০, ৬:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রগতিশীল বাম ছাত্রজোট।
আজ ৮ অক্টোবর বৃহষ্পতিবার বিকেলে মৌলভীবাজার চৌমোহনা এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদের মৌলভীবাজার জেলার আহবায়ক অ্যাডভোকেট মইনুর রহমান মগনু, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর জয়েস, শ্রমিকফ্রন্ট নেতা আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সভাপতি রেহনুমা রুবাইয়াৎ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আজকে শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্রলীগের অতর্কিত হামলার সময় পুলিশ পাশেই দাঁড়িয়ে ছিলো। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে হঠাৎ করে ১৫/২০ জন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এতে ৬ জন আহত হয়েছেন।