মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ৬ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৮ অক্টোবর ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
চলমান নারী নির্যাতন ধর্ষণ বিরোধী আন্দোলন সমাবেশে হামলা করেছে ছাত্রলীগ। এসময় মৌলভীবাজার সরকারি কলেজের ৬ শিক্ষার্থী আহত হয়েছে।
আন্দোলনকারীরা জানায়, শহরের চৌমোহনা এলাকায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা কয়েকদিন থেকে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের সম্মিলিত এই আন্দোলনে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দিলে তারা চৌমোহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে অবস্থান নেন। সেখানে ছাত্রলীগের ২০/২৫ জন নেতা কর্মী তাদের উপর অতর্কিত হামলা করে।
হামলায় আহত হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব সূত্রধর, শিহাব আহমেদ, ছাত্র ইউনিয়নের আব্দুর রাইয়ান শিপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ^জিত নন্দীসহ ছয়জন। এসময় পাশেই পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিলো বলে অভিযোগ করেন তারা।
মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী আয়শা নওমী জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন এর মধ্যে ছাত্রলীগ হামলা করে। তিনি আরো জানান, গতকাল তিনি প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এসময় ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে চলে যেতে হুমকি প্রদান করেন। গতকাল তার সাথে থাকা অন্য শিক্ষার্থীরা আজ ভয়ে আসেনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াত জানান, সাধারণ শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে। পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকা পালন করেছে বলে তিনি জানান।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আখতার উদ্দিন আহমদ জানান, আন্দোলন থেকে ছাত্রলীগকে দোষারোপ করে শ্লোগান দেয়া হচ্ছিলো। তবে ছাত্রলীগের হামলার কথা তিনি অস্বীকার করে জানান, ছাত্রলীগ শিক্ষিত সংগঠন তারা হামলা করেনি। আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের উপর হামলা করেছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিনুল হক বলেন, ছাত্রলীগ হামলা করেছে এমন ঘটনা আমাদের জানা নেই। শুনেছি ছাত্র সমাবেশে নিজেদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলা হয়েছে।