ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০২০, ৭:৪৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে আলোক প্রজ্জলন করেছে জেলা ছাত্রলীগ।
আজ ৭ অক্টোবর বুধবার রাতে শহরের চৌমোহনা চত্বরে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোক প্রজ্জ্বলন শেষে শহরে একটি মিছিল বের হয়।
ছাত্রলীগ নেতারা নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপিড়নের সাথে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্ৰেফতার করে বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবি জানান।