কমলগঞ্জের ২৩ চা বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০২০, ৪:৪৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাদেশীয় চা সংসদ এর দু’বছর অন্তর মজুরিবৃদ্ধির চুক্তি সম্পাদনের দাবিতে উপজেলার ২৩টি চা বাগানে একযোগে দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। আজ ৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে সাড়ে ১১ টা পর্যন্ত সকল বাগান অফিসের সামনে চা শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মবিরতি পালন করে।
ডানকান ব্রাদার্স আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে ও চা শ্রমিক উত্তম কৈরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সজল কৈরী, জনার্ধন লোহার, সঞ্চয় চৌহান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বাগান অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। একইভাবে শমশেরনগর, কুরমা, চাম্পারায়সহ বিভিন্ন চা বাগান ও ফাঁড়ি বাগান সমূহে কর্মবিরতি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশীয় চা সংসদ কর্তৃপক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা টালবাহানা করে মজুরি বৃদ্ধির চুক্তি সম্পাদনে বিলম্ব করছে। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে নতুন মজুরি ও বোনাস বৃদ্ধি করতে হবে। মানববন্ধনে আলীনগর চা বাগানের সকল শ্রমিকরা অংশগ্রহণ করেন।