কাওয়াদিঘি হাওরে ইঁদুর নিধন নিয়ে কৃষকদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর ২০২০, ৭:০০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরের কাওয়াদিঘি হাওরে ফসলি জমিতে ইঁদুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এলাকার কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার সদরের কর্মকর্তারা। তারা বিষটোপ, কলার খোল ও রুমা টেবলেট ব্যবহার করে ইঁদুর নিধনের পরামর্শ দেন।
আজ ৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় রায়পুর সিএনজি স্ট্যান্ডে ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহযোগিতায় ইঁদুর নিধন অভিযান বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়পুর সিএনজি স্ট্যান্ডে অবস্থিত সংস্থার কার্যালয়ে ইটার সভাপতি এম. ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন মৌলভীবাজার সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ রায় চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আয়নাল হক।
সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহিবুর রহমান খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, অফিস সম্পাদক মুর্শেদ খান রাফি, কৃষি সম্পাদক আজমল হোসেন, ইকবাল আহমদ, সদস্য আবুল কালাম ফয়েজ এবং রাকিম আহমদসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন মুজাহিদ আহমদ, ফারুক আহমদ, হাসিম মিয়া, সাজিদ উল্লাহ, কাজল আহমদ, সুবিনয় ঘোষ, শফিক মিয়া, আব্দুল হাফিজ, কার্তিক ঘোষ, ইন্তাজ মিয়া প্রমুখ।
মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকতা সুব্রত কান্তি দত্ত জানান, রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওরে আমন ধান ক্ষেতে প্রচুর ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। ইঁদুর কৃষকের ধান কেটে ফেলায় তা নিধন করা জরুরি হয়ে পড়েছে। এ পর্যন্ত উত্তর মিরপুর, দক্ষিণ মিরপুর, জগতপুর, জুমাপুর, আখাইলকুড়া, একাটুনা এলাকার কৃষকদের ইঁদুর নিধনে পরামর্শ দেওয়া হচ্ছে।
সুব্রত দত্ত আরো বলেন, ইঁদুর নিধনের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকায় একসাথে দলবেধে বিষটোপ প্রয়োগ করতে হবে। এছাড়া বিষটোপ দিয়ে ইঁদুরের গর্ত বন্ধ করে দিতে হবে। ইঁদুর যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে সেখানে কলার খোল ফেলে রাখতে হবে। ইঁদুর কলার খোলকে সাপ মনে করে ভয় পায়। এতে ইঁদুর কলার খোলকে সাপ মনে করে আসা বন্ধ করে দেয়। তিনি আরো বলেন বিষটোপ রাতে প্রয়োগ করার পর পরদিন সকালে তা সরিয়ে ফেলতে হবে।