ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক হিসেবে সালেহ এলাহী কুটির পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর ২০২০, ১২:৫৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি দৈনিক ভোরের কাগজ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি থেকে নিজস্ব প্রতিবেদক হিসাবে পদোন্নতি পেয়েছেন।
২০০৬ সাল থেকে সাংবাদিক কুটি দৈনিক ভোরের কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গত ১ লা আগস্ট থেকে তাকে নিজস্ব প্রতিবেদক (কাগজ প্রতিবেদক) হিসাবে পদোন্নতি দিয়েছেন পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।
মৌলভীবাজারের সাংবাদিকতা অঙ্গনের পরিচিতমুখ সালেহ এলাহী কুটি ভোরের কাগজ ছাড়াও দেশ টিভি ও ইংরেজি দৈনিক দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সাংবাদিক সালেহ এলাহী কুটি জানান, সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ, মানুষের সুখ দুঃখের কথা কাগজে তুলে ধরতে এবং নিজ এলাকার পর্যটন, কৃষি, সমস্যা ও সম্ভাবনা জনসম্মুখে তুলে ধরতে চেষ্টা করি। ভোরের কাগজের এই পদোন্নতি আমার দায়িত্ব ও নিজ জেলার প্রতি কর্তব্য বাড়িয়ে দিয়েছে। এতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।