নির্বাচন পরিচালনা কমিটি গঠন
মৌলভীবাজার আওয়ামী লীগের বর্ধিত সভা || দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আ.লীগ
প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০২০, ৬:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় দলীয় প্রার্থী মিছবাহুর রহমানের পক্ষে কাজ করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমল হোসেনকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
আজ ৪ অক্টোবর রোববার মৌলভীবাজার পৌরসভার হলরুমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ সব উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, মসুদ আহমদ, শাহ মোহাম্মাদ আলী শাহেদ, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, মো. কামাল হোসেন ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
বর্ধিত সভা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মিছবাহুর রহমানকে নির্বাচনে বিজয়ী করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন পরিচালনা কমিটি দলীয় প্রার্থীর পক্ষে আগামীকাল (৫ অক্টোবর) সোমবার রাজনগর উপজেলা থেকে প্রচারণা শুরু করবে। আজ রোববার সন্ধার পর মৌলভীবাজার জেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমান জানান, সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি আরো বলেন, বিদ্রোহী প্রার্থীকে আমরা ফ্যাক্টর মনে করছি না। আমাদের দলের মধ্যে কোন গ্রুপিং নেই।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আজমল হোসেন বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এই কমিটি সবকটি উপজেলা সফর করবে। আগামীকাল রাজনগর উপজেলা সফরের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে।
একপ্রশ্নের জবাবে তিনি বলেন, দল করলে দলের বাইরে যাওয়ার কোন সুযোগ কারো নেই। নেত্রীর প্রার্থীর পক্ষে সবাইকে অবশ্যই কাজ করতে হবে।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান (প্রতীক- চশমা) ও বিদ্রোহ প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ (প্রতীক- মোটর সাইকেল)