সুইচ গেইট স্থাপনের যৌক্তিকতা যাচাইয়ে কারিগরী কমিটির ফানাইনদী পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০২০, ৬:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়া উপজেলার ফানাই নদীতে সুইচ গেইট স্থাপনের যৌক্তিকতা যাচাই করতে প্রাথমিকভাবে স্থানটি পরিদর্শন করেছে সুইচ গেইট বাস্তবায়ন কারিগরি কমিটি। আজ শনিবার (৩ অক্টোবর) এই কমিটির আহবায়ক ও পানি উন্নয়ন বোর্ড ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বাছিতের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে। এই কমিটি পরবর্তীতে আরো পরিদর্শন ও স্টাডি করে দেখবে এখানে সুইচ গেইট স্থাপন করা যাবে কি না। তবে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে এখানে দুটি সুইচ গেইট স্থাপনের দাবি জানিয়ে আসছেন বলে জানা গেছে। তাদের দাবি এখানে সুইচ গেইট স্থাপন হলে শুষ্ক মৌসুমে প্রায় ২ হাজার একর জায়গা বোরো চাষের আওতায় আসবে।
ফানাই নদী কালাপাহাড়ের পাদদেশ থেকে উৎপত্তি হয়ে কুলাউড়ার কর্মধা, রাউৎগাঁও, ব্রাহ্মণবাজার, কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়ন হয়ে এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওরে মিলিত হয়েছে। এই নদী দিয়ে পাহাড়ের ঝর্ণার পানি শুকনো মৌসুমেও প্রবাহিত হয়। যা কাজে লাগিয়ে অত্র এলাকায় বোরোধান আবাদ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রস্তাবিত সুইচ গেইট বাস্তবায়ন হলে পানি সংকটে মাছ চাষের প্রতিবন্ধকতাও দূর হবে।
জানা যায়, গত ১২ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার মৌলভীবাজারে আসলে ফানাই নদীতে সূইচ গেইট স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ এলাহি কুটি। এ সময় সচিব বিষয়টি আমলে নিয়ে ওইদিনই ফানাই নদীর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বাছিতকে আহবায়ক করে ‘সুইচ গেইট বাস্তবায়ন কারিগরি কমিটি’ গঠন করা হয়। আজ ৩ অক্টোবর শনিবার সকালে এই কমিটির কিছু সদস্য উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে প্রবাহিত ফানাই নদী গতিপথ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নির্বাহী প্রকৌশলী ররেন্দ্র শংকর চক্রবর্তী, রাজনগর পওর শাখা-২ এর উপসহকারি প্রকৌশলী মো. আব্দুল কাদের, দেশটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ এলাহী কুটি, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক ও সাংবাদিক আবুল হায়দার তরিক।
ফানাই নদী পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, ফানাই নদীতে সূইচ গেইট স্থাপনের যৌক্তিকতা যাচাই করতে প্রাথমিকভাবে স্থানটি পরিদর্শন করা হয়েছে। আরো পরির্দশন ও স্টাডি করে দেখা হবে। শুষ্ক মৌসুমে কি পরিমান জমি চাষের আওতায় আনা যাবে তার পরিকল্পনা করা হবে। এ বিষয়ে কৃষি অফিসের সাথে সমন্বয় করা হবে। যদি উৎপাদন ও খরছ সামঞ্জস্যে মিল থাকে তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড তা বাস্তবায়ন করবে।