মৌলভীবাজারে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০২০, ৪:২৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে প্রায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী এই বিভিন্ন কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। ৩ হাজার ৩৯০ জন স্বেচ্চাসেবক ১ হাজার ৬৪৬টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
আজ ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের আয়োজনে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক বকসী ইকবাল আহমদ ও এস এম উমেদ আলী ।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৬৭ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার এক হাজার ৬৪৬টি কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার ৪৬৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সের ২৫ হাজার ৮০২ এবং ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ১৪ হাজার ৬৬৬ শিশু রয়েছে।
আগামী ৪ অক্টোবর থেকে ১৫ দিন ব্যাপি এই কার্যক্রম চলবে। ওরিয়েন্টশন সভার শুরুতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডা. ইকবাল হাসান। তাকে সহযোগিতা করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
সিভিল সার্জন ডা. তঊহিদ আহমদ জানান, ইতিপূর্বে একদিনেই এই ক্যাম্পেইন করা হতো। এবার করোনা মহামারির কারনে ভিড় কমাতে ১৫ দিনব্যাপি ক্যাম্পেইন চলবে। স্বাস্থবিধি মেনে ভিটামিন শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোভিড আক্রান্ত শিশুদেরও নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী ক্যাপসুল খাওয়ানো হবে। তবে মৌলভীবাজারে এখন পর্যন্ত কোন শিশু কোাভিড আক্রান্ত হওয়ার তথ্য জানা যায়নি।