কুলাউড়ায় পেশাজীবীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ৩:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সেবাগ্রহিতার সাথে মতবিনিময় করেন।
গতকাল (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন শাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম দস্তগীর কাওছার, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, প্রভাষক মমদুদ হোসেন ও আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্বা মাশুক আহমদ, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদির, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, স্কাউটস সাবেক উপজেলা সেক্রেটারি ফয়জুর রহমান ছুরুক, ব্যবসায়ী সমিতির সম্পাদক মঈনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি গৌরা দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, শিল্পকলা একাডেমির সেক্রেটারী নির্মলেন্দু ভট্টাচার্য বিপুল, উদীচীর সেক্রেটারী নির্মাল্য মিত্র সুমন, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহমদ বলেন, পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলার উন্নয়র করতে ইতিমধ্যে আমি বেশ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে হাকালুকি হাওরকে হাওর উন্নয়ন বোর্ডের অন্তর্ভূক্তকরণ, প্রস্তাবিত মুরাইছড়া ইকোপার্ক বাস্তবায়ন, হাকালুকি হাওরের কুলাউড়া অংশ ওয়াচ টাওয়ার নির্মাণসহ পর্যটনের উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভাশেষে ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠির মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।