এমসি কলেজে গণধর্ষণ:
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সিলেটে এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করা হয়েছ।
আজ ৩০ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এবং বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের জেলা আহবায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোক্তা আব্দুস সালাম, উপদেষ্টা সুহেল আহমদ প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, সিলেটের পবিত্র ভূমিকে যারা কলঙ্কিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।