বিয়ানীবাজারে হত্যা মামলার প্রধান আসামীকে ধরিয়ে দিতে পুরুষ্কার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ অপরাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতাঃ
পারিবারিক কলহের জেরে গত ১ মে খুন হওয়া আব্দুল কাইয়ুম হত্যা মামলার মামলার প্রধান আসামী মহি উদ্দিনকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা পুরুষ্কার ঘোষণা করেছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশের পল্লব। তার এ ঘোষণার পর পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা,পুলিশের এসআই জহির উদ্দিন ১ নং আসামী মহি উদ্দিন সহ ৪ জনকে অভিযুক্ত করে এ প্রতিবেদন দাখিল করেছেন।
পুরুষ্কারের বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন,’কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে,তারা কারাগারে আছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে পলাতক আসামী সহ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছেন। কিন্তু প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। প্রধান আসামীর গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করা ছাড়া নিহতের পরিবার এবং আমরা খুশী হতে পারব না। কারণ,সে ছিল এই হত্যা মামলার প্রধান নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী। মহি উদ্দিন শুধু এই মামলার নয়,তার বিরোদ্ধে আরো মামলা রয়েছে। সে অবৈধ কাঠ ব্যবসায়ী। গত ১০ মার্চ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তার বিরোদ্ধে মামলা করেছেন। একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে আমি তার গ্রেফতার এবং শাস্তি চাই। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা পুরুষ্কার ঘোষণা করেছি।’
উল্লেখ্য,২০২০ সালের ১ মে উপজেলার লামা নিদনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় খুন হন আব্দুল কাইয়ুম নামের এক কিশোর। এ ঘটনায় নিহতের ভাই তাজ উদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক মফুর আলী,স্বপন উদ্দিন এবং তারেক আহমদ নামের ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। কিন্তু,প্রধান আসামী কালাইউড়া গ্রামের মৃত হারিস আলীর পুত্র মহি উদ্দিন পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।
বিয়ানীবাজার থানার ওসি জানান, এ মামলার পলাতক আসামী মহি উদ্দিনকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে,এখনো চালাচ্ছে। কেউ তার সন্ধান বা তাকে ধরিয়ে দিতে পারলে পুলিশও ঐ ব্যক্তিকে পুরুষ্কৃত করবে।