রাজনগরের ফতেহপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, রাজনগর ::
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফতেহপুর ইউনিয়ন অফিসের সম্মুখে আজ ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৩টার দিকে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুধেন্দু দাস অমলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হোসেন মেম্বার, বীরমুক্তিযোদ্ধা পরিমল দাস, অনুকূল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস, রমিজ আলী, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সাবেক সদস্য ও হাল হাম্বার রিজিওন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মবশ্বির আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গেন্দু মিয়া, আওয়ামী লীগ নেতা রুপাই মিয়া, অপরেশ দাস অপু, সাইফুর রহমান, রাজনগর উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সহসম্পাদক শামীম আহমদ শুভ, সদস্য রুবেল আহমদ, মুক্তাদির আলী, যুবলীগ নেতা মুস্তাক আহমদ, আবিদ আহমদ দিপু, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি আব্দুল মুকিত, রুয়েল মিয়া, খালেদ আহমদ, নওশাদ মিয়া, ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অভিনাষ বিশ্বাস প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাজনগর উপজেলা তরুণ প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ জয়নুল মাহমুদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার মাহমুদ।