মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৫:২৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ্ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদির মামলা প্রত্যাহার ও নিঃশত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোল্লা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও মো. মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজনগর মাদরাসার অধ্যক্ষ আল্লামা শেখ শিব্বির আহমদ।
বক্তারা বলেন, মুফতি আলাউদ্দিন জিহাদিকে অভিলম্বে যদি মুক্তি না দেয়া হয় তাহলে পুরো সিলেট বিভাগকে অচল করে দেওয়া হবে।