মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ৯৭ কোটি ১৬ লক্ষ ৩৩ হাজার ৬৮০ টাকা আয় ও ৯৬ কোটি ৬৪ লক্ষ ১ হাজার ৮ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৫২ লক্ষ ৩২ হাজার ৬৭২ টাকা।
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে সাংবাদিকদের সামনে এই বাজেট পেশ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
বাজেট প্রদানকালে মেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট প্রকল্প তহবিলের আওতায় বর্তমানে পৌরসভার পুকুর ও শহরের সৈয়ারপুর পুকুর এর গাইডওয়ালসহ সৌন্দর্য্যবর্ধনের কাজ ও রাস্তা নির্মাণের জন্য ৪ কোটি টাকা ও আগামীতে আরো ৪ কোটি বরাদ্দসহ মোট ৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া শহরের শান্তিবাগ এলাকায় মুননদীর তীর এবং কোদালীছড়ার দুই তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধণের কাজ করা হবে বলেও জানান তিনি।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৭ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার ৪৬৮ টাকা। এ খাতে ব্যয় দেখানো হয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৪৮৭ টাকা। উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৬৮ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ৫২১ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ৮৮ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ৫২১ টাকা। মূলধনী খাতে আয় দেখানো হয়েছে ৫৪ লক্ষ ৮২ হাজার ৫২১ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা।
মৌলভীবাজার পৌরসভার সচিব মো. ইসহাক ভূইয়ার সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরাদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল আহমদ, মনবীর রায় মঞ্জু, আনিছুজ্জামান বায়েছ, ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, নাহিদ হোসেন, শ্যামলী পুরকায়স্থ।