মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন || কে পাচ্ছেন গ্রিনকার্ড?
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২০, ৫:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের কে পাচ্ছেন গ্রিনকার্ড? এ নিয়ে জেলাজুড়ে চলছে তুমুল আলোচনা। এই নির্বাচনে বিএনপি আগ্রহী না হওয়ায় প্রায় হাফডজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন ভাগিয়ে আনতে তারা এখন কেন্দ্রমুখি। দলীয় নেত্রীর কৃপা অর্জনে চলছে জোরলবিং। অনেক মনোনয়ন প্রত্যাশীই এখন ঢাকায় অবস্থান করছেন। নানাভাবে দলীয় প্রধানের কাছে চলছে তদবির। আজ সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমানের মৃত্যুর পর এ পদটি শূন্য হয়। এরপর গত ৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে অস্থায়ী চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমিকে। বর্তমানে তিনিই অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এদিকে গত ১৫ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো. আতিয়ার রহমান মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন। এর আলোকে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আওয়ামী লীগের ৬ নেতা দলীয় মনোনয়নপত্র পূরণ করে কেন্দ্রের কাছে জমা দিয়েছেন। তারা হলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, আওয়ামী লীগ নেতা এমএ রহিম (সিআইপি)। দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছেন মুহিবুর রহমান তরফদার, মিছবাহুর রহমান ও নাহিদ আহমদ বলে জানা গেছে।
এদিকে এই নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন আহমদ,
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সাংবাদিক বকশি ইকবাল আহমদ। এস এ টিভির জেলা প্রতিনিধি ও যুগান্তরের সাবেক স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এ মুহিত।
গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র ক্রয়। মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কমকর্তা মো. আলমগীর হোসেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জেলা পরিষদ উপ-নির্বাচনের সিডিউল ঘোষণার পর তা আবার সংশোধন করা হয়েছে। ৬নং ওয়ার্ডের একজন সদস্য মারা যাওয়ায় এই ওয়ার্ডেও একই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী সিডিউল নোটিশ বোর্ডে লাগানো হয়েছে।