সিংকাপনে করোনা প্রতিরোধী হোমিও ঔষধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের ১৫তম ক্যাম্প আজ (শনিবার) সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার একাটুনা ইউনিয়স্থ সিংকাপন গ্রামের মুন রাইজ কেজি স্কুলে।
সিংকাপন এবং আশপাশ এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে করোনা এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, আশিকুর রহমান, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং আজাদুর রহমান প্রমুখ।