শ্রীমঙ্গলে সামাজিক অবক্ষয় রোধে অনলাইনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস গ্রুপ শ্রীমঙ্গলের উদ্যোগে ‘সামাজিক অবক্ষয় ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৭ সেপ্টেম্বর) বুধবার রাত ৮টায় ভার্চুয়াল ‘সামাজিক অবক্ষয় ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মূখ্য আলোচক ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গল এর সদস্য এবং ইয়েস আহ্বায়ক জিডিশন প্রধান সূছিয়াং।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সনাক, স্বজন সদস্য, অভিভাবক এবং তরুণ শিক্ষার্থীবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ শ্রীমঙ্গল এর সদস্যবৃন্দ।