শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে ১ কোটি ২১ লাখ টাকা নগদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৬:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওয়তায় চা শ্রমিকদের মাঝে এককালীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনির অন্তর্ভূক্ত চা শ্রমিকদের আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে
এক অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ফিনলে কোম্পানির রাজঘাট ডিভিশনের জেনারেল ম্যানেজার মাইনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো.ছালিক আহমেদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ টি বাগানে ২হাজার ৪শত ২৯টি পরিবারের মাঝে ১ কোটি ২১ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।