জুড়ীতে চা শ্রমিকের মাঝে চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৬:১৫ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
জুড়ীতে চা শ্রমিকদের মাঝে অনুুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা হলরুমে এই চেক প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। ভার্চুুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন- পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, শিলুয়া চা বাগান ব্যবস্থাপক শহিদুল ইসলাস খান।
অনুষ্ঠানে প্রথম ধাপে উপজেলার ৩৪৪৭ জন চা শ্রমিকের মধ্যে এককালীন পাঁচ হাজার টাকা করে ১ কোটি ৭২লাখ ৩৫হাজার টাকার চেক বিতরণ করা হয়।