মৌলভীবাজারে কফি চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৬:০৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে কফি চাষ সম্প্রসারনের লক্ষে কৃষক পর্যায়ে বিনা মুল্যে কফি চারা বিতরণ করেছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গতকাল (১৪ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে দুজন কৃষকের মধ্যে ৭০টি চারা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো: হুমায়ূন করীবকে ৪০ টি এবং জুড়ী উপজেলার কৃষক মো. মুর্শেদ মিয়াকে ৩০টি চারা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসীস উদ্দিন ও সাংবাদিক সালেহ এলাহী কুটি প্রমুখ।
এসময় উপপরিচালক কাজী লুৎফুল বারী বলেন, কফি চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করতে এই কফি চারা বিতরণ কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অ্যারাবিকা জাতের কফি চারা উৎপাদন করা ৭০০ চারা সারা জেলার কৃষকদের মধ্যে দুয়েকদিনের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চারা বিতরণ করবো।