কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজার ব্যুরো ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ও সিলেটের মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মুমিনছড়া এলাকা চট্রগ্রাম গামী “৯৫২ ট্রান্ক স্পেশাল” ট্রেনটি লাইনচ্যুত হয়। এতথ্য নিশ্চিত করেছেন ট্রেনটির পরিচালক মো. আলাউদ্দিন।
তিনি আরো জানান, সিলেট থেকে ট্রেনটি চট্টগ্ৰাম যাওয়ার পথে মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী স্থানে (লও স্টেশনে) লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্রগ্ৰাম থেকে তেল বহন করে সিলেটে এসেছিল। সিলেটে থেকে চট্টগ্রাম ফেরার পথে লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেনটি আসার পথে রয়েছে বলেও জানান তিনি ।