কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৮:২৭ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে হযরত মোহাম্মদ(সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেন দক্ষিণাঞ্চলীয় শহরে উগ্রপন্থী খ্রিস্টান কর্তৃক পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামায়ত,বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উপজেলা কমটিরি উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়ত সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে ও কাজী জুবায়ের আহমেদ পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ছাত্র সেনা সভাপতি এম এ রাসেল মস্তফা, উপজেলা শাখার সহ-সভাপতি হাজি মো. আলাউদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামায়তের উপজেলা সাধারন সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, ছাত্রসেনা উপজেলা সভাপতি মাহমুদুল হক সুমন, সহ-সভাপতি রুমেল আহমেদ, ছাত্র নেতা আলাউদ্দিন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দো ও সুইডেন দক্ষিণাঞ্চলীয় শহরের উগ্রপন্থী খ্রিস্টানদের এই ধরনের নেককার জনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং জাতিসংঘ ও বিশ^ আদালতে বিচার দাবি করেন।