জুড়ীতে অনলাইন পত্রিকা দৈনিক হাকালুকির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৩:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের জুড়ীতে গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টায় অনলাইন পত্রিকা দৈনিক হাকালুকির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
পত্রিকার প্রকাশক হাসানুজ্জমান এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মো বেলাল হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তরের জুড়ী প্রতিনিধি মন্জুরে আলম লাল, সাধারন সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি এম রাজু আহমদ, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি জাকির হোসেন মনির, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশ প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব বৈদ্য রাজু, দৈনিক হাকালুকির সম্পাদক মেহেদী হাসান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দিন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ খান শাহীন, জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সিনিয়র সদস্য তোফায়েল আহমদ, পত্রিকার নির্বাহী সম্পাদক আশরাফুজ্জামান রিশাদ, প্রভাত টিভির সম্পাদক ইকবাল খান, দৈনিক যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, জুড়ী নিউজের প্রতিনিধি আনোয়ার হোসেন মন্জু প্রমুখ।