পাটের মূল্য নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২০, ৬:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
পাটের সর্বনিম্ন মূল্য মণ প্রতি ৩ হাজার টাকা নির্ধারণ ও রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা কমিটি একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আজ ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা স্বাক্ষরিত স্মারকলিপিটি মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্রমন্ত্রী বরাবর পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাট নিয়ে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন, দুর্নীতি ও লুটপাট বন্ধ, গবেষণাকাজে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, পাট বীজের চাহিদা শতভাগ পূরণ করাসহ প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। এরকম অবস্থায় পাটের সর্বনিম্ন মূল্য মণপ্রতি ৩ হাজার টাকা নির্ধারণ এবং রাষ্টায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে পাটকলগুলি আধুনিকায়ন চালু করার মাধ্যমে শ্রমিক-কৃষক তথা জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার দাবি জানাচ্ছি।