মৌলভীবাজারের বড়কাপনে করোনা এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫ সেপ্টেম্বর ২০২০, ৭:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে অ্যান্টিবডি তৈরির লক্ষ্যে ফ্রি হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সদরের বড়কাপন মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে এই ঔষধ বিতরণ করা হয়।
করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার ও স্থানীয় সমাজ হিতৈষীদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মাসুক মিয়া। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার ২২০টি পরিবারের মধ্যে এই ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সংগঠক রাজন আহমদ, সিরাজুল ইসলাম কুটি ও আলহাজ নানু মিয়া প্রমুখ।