মরহুম এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৫ সেপ্টেম্বর ২০২০, ৭:০৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মরহুম মন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।
এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।
২০০৯ সালে ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়ীয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।