কৃষকের অভিযোগ আমলে নিয়ে বীজ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কৃষকের অভিযোগ আমলে নিয়ে কমলগঞ্জের আদমপুর বাজারে এক বীজ ব্যবসায়ীকে ১৬ হাজারসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
জানা যায়, গতকাল ২ ডিসেম্বর বুধবার অতিরিক্ত দামে টমেটোর বীজ বিক্রি করার অভিযোগ করেন কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার এলাকার মো. সাজ্জাদ হোসেন নামের এক কৃষক। এর প্রেক্ষিতে আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। আদমপুর বাজারে অবস্থিত খান এন্ড সন্স এর বিরুদ্ধে অভিযোগ ছিল ৪৫০ টাকার টমেটোর বীজ ৭০০ টাকার অধিক দামে বিক্রি করার। উপস্থিত অনেক কৃষকও একই অভিযোগ করেন।
পরে কৃষি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান খান এন্ড সন্স এর প্রোপাইটর মজিদ খান দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এধরণের কাজ আর করবেন না মর্মে অঙ্গীকার করেন। এসময় খান এন্ড সন্সকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী মো: সাজ্জাদ হোসেনকে জরিমানার ২৫% চার হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও অভিযান কালে একই ফ্রিজে মাছ মাংসের পাশাপাশি ঔষধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে আদমপুর বাজারে অবস্থিত ন্যাশনাল ফার্মেসীকে ২ হাজার ৫ শত টাকা, খুরমা রোডে অবস্থিত হক ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, নইনার পাড় বাজারে অবস্থিত ইভা ট্রেডার্সকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
জরিমানা আদায়ের সত্যতা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।