শ্রীমঙ্গলে কারেন্ট জাল জব্দ, বিক্রেতার কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ৩ সেপ্টেম্বর ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলের পশ্চিমভাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিক্রেতা মো. বদর আলীকে (৩২) এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
অভিযানে র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সৌমেন মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় কারেন্ট জাল ব্যবসায়ী বদর আলীর বাড়ী থেকে বিক্রির জন্য রাখা প্রায় ২৫/৩০ কেজি ওজনের বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম ভাড়াউড়া নামক এলাকা থেকে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ আইন অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।