মৌলভীবাজারে তরুণী ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩ সেপ্টেম্বর ২০২০, ৫:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে তরুণী ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েকটি বাম প্রগতিশীল সংগঠন।
আজ ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। উদীচীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহিদুর রহমান ও ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহমেদ।
এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগে মাধ্যমে যারা ভিকটিমের নাম ছবি ব্যবহার করে হেনস্থা করছেন তাদেরও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে শহরের মাহমুদ এইচ খান নামে এক সংবাদকর্মীর বাসায় ডিনার পার্টিতে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ সজিব তুষার নামে সাবেক ছাত্র ফ্রন্ট নেতার বিরুদ্ধে মামলা করেন তার বান্ধবী। মামলায় ধর্ষণের সহায়তাকারী হিসেবে আরো দুজনকে আসামী করা হয়।