আখাইলকুড়ায় করোনা প্রতিরোধে ফ্রি হোমিও ঔষধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর ২০২০, ৬:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর উদ্যোগে এবং স্বাদ অ্যান্ড কোং মৌলভীবাজারের স্বত্বাধিকারী গিয়াস আহমদ এর সহযোগিতায় বিনামূল্যে হোমিওপ্যাথি ঔষধ ‘আর্সেনিকাম এলবাম-৩০’ বিতরণ করা হয়েছে।
আজ ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক নেতা হাফিয জামাল আহমদ এর সভাপতিত্বে ঔষধ বিতরণের পূর্বে বক্তব্য রাখেন মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সরওয়ার আহমদ, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজন আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির খান এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিল্লুল হক জিলা প্রমুখ।