করিমপুর চা বাগানে ছাত্র ফ্রন্টের ‘অদম্য পাঠশালা’
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ
সংবাদদাতা ::
‘করোনায় থামবেনা পড়া’ শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারের রাজনগর করিমপুর চা বাগানে ‘অদম্য পাঠশালা’ এর কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত অদম্য পাঠশালার কার্যক্রম জেলার রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরি জয় উপস্থিত থেকে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, শিক্ষকদের মধ্যে প্রশান্ত নাইডু, আবু সৈয়দ রিমেল।
করোনায় শিক্ষা জীবন থেকে ঝরে পড়া এবং অনলাইনে ক্লাস করতে না পারা শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই বিশেষ উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে পাঠশালা কার্যক্রম একটি উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি করে।