শ্রীমঙ্গলে চা বাগান থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ৫:০৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গলে নিখোঁজের ১৪ ঘণ্টা পর স্বাক্ষর দেব (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের ভেতর থেকে ভোর ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব এর ছেলে স্বাক্ষর দেব শনিবার বিকেল ৪ টার দিকে তার বাবার মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসে নি। পরে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। আজ রোববার সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে স্বাক্ষরের মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক জানান, লাশের শরীরে কোন চিহ্ন পাওয়া যায় নি। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।